বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিবের রেকর্ড

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে ফিরেই একের পর এক রেকর্ড গড়ছেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতেই সাকিব মিরপুরে এক ভেন্যুতে আড়াই হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এবার দেশের মাটিতে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব।
আজ উইন্ডিজদের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। এতেই এই রেকর্ড গড়েন সাকিব। তিন ফরম্যাট মিলিয়ে এই কীর্তি গড়েছেন সাকিব। এই রেকর্ড গড়তে সাকিব খেলেছেন ১৭০টি ম্যাচ। দেশের মাটিতে ১৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এখন পর্যন্ত ৬ হাজার ৪৫ রান করেছেন সাকিব। অন্যদিকে সাকিবের উইকেট সংখ্যা ৩৩৬টি।