চট্টগ্রামে নতুন উচ্চতায় তামিম

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আজ সাগরিকায় টাইগাররা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচেই ব্যাট হাতে অনন্য এক রেকর্ড গড়লেন তামিম ইকবাল।

ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে জহুরুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০০ রান করার মাইলফলক স্পর্শ করলেন তামিম। এই ভেন্যুতে তামিমের পরেই আছেন ইমরুল কায়েস। ৯টি ওয়ানডেতে তিনি করেছেন ৪২৬ রান।

অন্যদিকে ৪ উইকেট নিলে মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা উইকেটশিকারি বোলার হবেন সাকিব। ২০৮ ম্যাচে এখন তার উইকেট সংখ্যা ২৬৬টি। ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন মাশরাফি।

Related Articles

Back to top button