ম্যাচে চলাকালে হাজির ‘বিশেষ অতিথি’

গ্যালারিতে কোনো দর্শক নেই, কারণটা করোনা ম’হামা’রি। অথচ বিশালাকার এক গুইসাপ কিনা ঢুকে গেল বাউন্ডারির ভেতর! এমনই অদ্ভুত দৃশ্য দেখেছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার চলমান গল টেস্ট।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বিশাল এক গুইসাপ নিয়ে পড়ে গেল হইচই। শ্রীলঙ্কার হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের শতকের পর গলে চলছে জো রুটের দাপট। ইংলিশ অধিনায়ক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে নিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার গড়া রান-পাহাড়ের পথে। ইংল্যান্ডের ইনিংস তখন চলছে, দ্বিতীয় সেশনের আলস্য দুপুর যেন ম্যাড়মেড়ে মনে হচ্ছিল।
তবে হুট করে সমুদ্রে-ঘেরা স্টেডিয়ামে হাজির বিশাল আকৃতির একটি গুইসাপ। শুধু স্টেডিয়ামে নয়, গুইসাপটি ঢুকে পড়ে মাঠের ভেতরও। বাউন্ডারি লাইনে রাজকীয়ভাবে কতক্ষণ হাঁটাহাঁটির পর এক মাঠকর্মীর দাবড়ানি খেয়ে বের হয়ে যেতে হয় গুইসাপটিকে।
তবে যতক্ষণ মাঠে ছিল, টিভি ব্রডকাস্টার থেকে শুরু করে ধারাভাষ্যকার সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ছিল। মাঠে এত বড় গুইসাপ দেখে টুইটারে হাস্যরস শুরু হয়। অনেক ভক্ত অবশ্য ভয়ও পেয়েছেন। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু টুইট।