টাইগারদের বোলিং তোপে লণ্ডভণ্ড ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় ওয়নাডেতে টস হেরে বোলিং করছেন টাইগাররা। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। এরপর জোড়া আঘাত হানেন স্পিনার মেহেদি মিরাজ। তুলে নেন কেজর ওটলি এবং জসুয়া ডি সিলভাকে। সাকিব নিজের প্রথম ওভারেই তুলে নেন উইকেট।

ফের বল করতে এসে আরও একটি উইকেট তুলে নেন সাকিব। এরপর বলতে করতে আসেন নবাগত হাসান মাহমুদ। তিনিও একটি উইকেট তুলে নেন। ওয়েস্ট ইন্ডিজ ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৭২ রান।

অভিষিক্ত কেজর ওটলি ২৪ রান করে মিরাজের বলে ক্যাচ দেন। জসুয়া ডি সিলভাকে বোল্ড করে দেন ডানহাতি স্পিনার মিরাজ। এরপর সাকিবের বলে ক্রিজে এসেই সুইপ খেলতে গিয়ে ৩ রানে বোল্ড হয়ে ফেরেন আন্দ্রে ম্যাককার্টি। আর প্রথম ম্যাচে ভালো খেলা কাইল মায়ার্স রান আউটে কাটা পড়েন। এর আগে ওপেনার আমব্রিস ৬ রানে মুস্তাফিজের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

বাংলাদেশ দ্বিতীয় এই ওয়ানডে ম্যাচেও একই দলের ওপর ভরসা রেখেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে একটি পরিবর্তন। ৩১ বছর বয়সী ব্যাটসম্যান কেজর ওয়াটলিকে দলে নিয়েছে তারা। ত্রিশের গন্ডি পেরিয়ে অভিষেক হয়েছে বাঁ-হাতি এই অলরাউন্ডারের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সোম্য সরকার, মেহেদি মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, জসুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্টি, জেসন মোহাম্মদ, কাইল মায়ার্স, এনকুরুমা বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজারি জোসেপ, আকিল হোসেন, কেজর ওটলি।

Related Articles

Back to top button