হোয়াটসঅ্যাপের চেয়েও ভয়াবহ মেসেঞ্জার

প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন আনার ঘোষণা দেবার পর থেকেই বিপদে আছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তারমধ্যেই এবার সমালোচনা শুরু হয়েছে মেসেঞ্জার নিয়ে।

হোয়াটসঅ্যাপের চেয়েও ফেসবুকের মেসেঞ্জার বেশি ঝুঁকিপূর্ণ– এ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফোবর্স। এতে এমন সব তথ্য উঠে এসেছে, যা জানলে কোনো সচেতন ব্যক্তি কখনও অ্যাপটি ব্যবহার করতে চাইবেন না।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন হোয়াটসঅ্যাপ এর চেয়ও ভয়াবহ রকমের ঝুঁকিপুর্ণ মেসেঞ্জার।ফোবর্স এর প্রতিবেদন মতে, ব্যবহারকারীরা ‘ফ্রি’ সেবা পেলেও গোপনে তাদের বিভিন্ন তথ্য নিয়ে বাণিজ্যিক ফায়দা তুলছে ফেসবুক। এসব তথ্যকে পুঁজি করে নিজেদের ব্যবসাও বড় করছে তারা।

নীতিমালা নিয়ে হোয়াটসঅ্যাপ আলোচনায় আসার পর লাখ লাখ গ্রাহক বিকল্প অ্যাপ সিগনাল, বিপ ও টেলিগ্রামে চলে যাচ্ছে। এর জের ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে ফেসবুকের নানা অনিয়ম নিয়ে জোরালোভাবে তথ্য-প্রতিবেদন প্রকাশ পাচ্ছে।

হোয়াটসঅ্যাপ চলমান বিপর্যয় সামলাতে না পারলে এর নেতিবাচক প্রভাব নিশ্চিতভাবেই ফেসবুকের মেসেঞ্জারের ওপরও পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button