গল্পঃ যারা বাবাকে ভালবাসেন গল্পটি এড়িয়ে যাবেন না

বাবা,বাবা সে এমন একজন যার কথা বলে শেষ করা যাবেনা,আমরা সবাই মায়ের কথা বলতে বলতে বাবার কথা ভুলেই যাই,সবাই শুধু মা কে নিয়ে পরে থাকি,মায়ের কষ্ট এক থেকে পাচ বছর, আর বাবার কষ্ট

বাবা মৃত্যু হওয়ার আগ পয্যন্ত,একটি বার ভেবেছেন বাবা নিজের রক্ত পানি করে পুরো পরিবারের মুখে খাওয়ার তুলে দেই,আমরা তো বাবার গাম ঝরা রোদে পোড়া সেই টাকাই খেয়ে বড়ো হচ্ছি,বছরের ঈদ আসলে বাবার কতো টেনশন,এই বছর আমার ছেলে মেয়ে কে ছেলের মা কে কি কিনে দিবে,না কিনে দিলে তো ওদের মন খারাপ হবে,ছেলের মায়ের শাড়িতো পুরাতন হয়ে গেছে,এসব টেনশন বাবার আজীবন,কোন মা চিন্তা করেনা আমি মরার পর আমার ছেলে কি খাবে,

কি করবে,ঘর কোথায় বানাবে,বিয়ে কেমনে করবে,আমার মেয়েকে বিয়ে কে দিবে,একমাএ বাবাই চিন্তা করে আহ আমি মরে যাওয়ার পর আমার ছেলেটা কি করে খাবে,সে কি আমার মতো কষ্ট করে যাবে,আমার মতো রিক্সা চালাবে,আমার মতো রোদে মাঠে কাজ করবে,আমার ছেলেতো এসব করতে পারবেনা,

তিলে তিলে কষ্ট করে নিজে না খেয়ে টাকা জমিয়ে ছেলের জন্য জায়গানেই,আমার ছেলে বড়ো হয়ে এখানে বাড়ি করতে পারবে,এখানে থাকতে পারবে,আর ব্যাংকে টাকা জমিয়ে রাখে আমার ছেলে বড়ো হলে ব্যাবসা বাণীজ্য করতে পারবে,ব্যাংকে টাকা রাখে আমি মরে গেলে মেয়ের বিয়ের জন্য টাকা গুলো দিয়ে বিয়ে দিতে পারবে,এরি নাম বাবা,যার কথা লিখতে গেলে হাত ব্যাথা হয়ে যাবে,কলমের কালি শেষ হয়ে

যাবে,মৃত্যুর পর ও তুমার ভালো যে চাই,তুমি সুখে থাকো যে চাই,তুমার যেনো কোন কষ্ট না হয় যে চাই সে একমাএ বাবা,মা,সত্যি কথা বলতে বাবা তো বাবাই,সে সবার সেরা বাবা,বাবার তুলনা নেই,সবার কাছে অনুরোধ হউক সে রিক্সা ওয়ালা হউক সে দিন মজুর,হউক সে ব্যারিষ্টার জজ,হউক সে মন্ত্রী,

পৃথীবির কোন বাবাকে অসম্মান করোনা,কখনো কোন বাবাকে তার ছেলের সামনে মন্দ কথা গালাগালি,,খারাপ আচরণ এসব করোনা,সে যতোই গরীব বাবা হউক, বাবা তো বাবাই,তার মাজে কোন আলাদা কিছু নেই,মন্ত্রীর বাবা যেমন রিক্সাওয়ালার ছেলের কাছে রিক্সাওয়ালার বাবা টা ও তেমন, পৃথীবিতে কোন সন্তান তার সামনে তার বাবার অপমান সইতে পারবেনা, পারেনা,কেও যদি

সন্তানের সামনে তার বাবা কে গালি দেয়, খারাপ কথা বলে অপমান করে তখন সে সন্তানের মাথায় আগুন জ্বলে,সে সন্তান তখন পৃথীবির সব কিছু ভুলে যাই,সে তখন আপনাকে খুন করে ফেলতে ও দ্বিধা করবে না,সে যতোই ভালো সন্তান হউক, সে সেই মুহত্ব টা তে নিজেকে কন্ঠল রাখতে পারবেনা,তার তখন ইচ্ছে হবে আপনাকে খুন করে ফেলতে,

তাই বলছি কোনদিন কোন বাবা কে অসম্মান করে কথা বলোনা,তুমার বাবা যেমন, আমার বাবা ও তেমন,রিক্সাওয়ালার বাবা টা ও তেমন,সবার বাবা সবার কাছে সেরা,আমি সম্মান জানাই দোয়া করি পৃথিবীর সকল বাবাদের জন্য আল্লাহ যেন সকল বাবাকে সম্মানের সাথে রাখে,ভালো থাকুক সকলের বাবা,সালাম সকল বাবাদের,হঠাৎ বাবার কথা মনে পরলো, ওনেক কিছু ভাবলাম,তাই লিখা,মিস ইউ বাবা

Related Articles

Back to top button