কাজের সময় সিনিয়র অফিসার মে'য়েকে স্যালুট গর্বিত পু'লিশ বাবার
বহু বছরেরও বেশি সময় ধরে পু'লিসের কাজ করছেন বাবা। আর মে'য়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পু'লিস পদে যোগ দিয়েছেন। প্রথম দিন কাজের মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মে'য়েকে। কারণ, পদম'র্যাদায় মে'য়ে তাঁর থেকে অনেকটাই এগিয়ে।
বাবা শ্যাম সুন্দর অন্ধ্রপ্রদেশের সার্কেল ইনস্পেক্টর পদে নিযু'ক্ত। সেখানেই DSP পদে যোগ দিয়েছেন পেয়ে জেসি প্রসান্তি। যার জন্য গর্বে বুক ফুলে গিয়েছে বাবার। সেই মুহূর্তের বিরল ছবিকে ক্যামেরাব'ন্দি করেছেন থা'না অন্য কর্মক'র্তারা।
প্রথমবারের জন্য মুখোমুখি হন তাঁরা। আর দেখা হতেই ব্যক্তিগত স'ম্পর্ক ভুলে সিনিয়র পদম'র্যাদার মে'য়েকে স্যালুট করলেন বাবা।এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আম'রা। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। ও আমা'র থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।’’ ঘটনার পর জানিয়েছেন শ্যাম সুন্দর।