বইমেলার তারিখ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

করোনার প্রভাবে এইয়াবার অমুর একুশে বইমেলা নিয়ে শুরু হয়েছিল নানা আশঙ্কা। সরাসরি নাকি ভার্চুয়ালি হবে তা নিয়ে আলোচনার মাঝেই সিদ্ধান্ত হল বইমেলা সরাসরিই হবে। তবে তারিখ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তখন উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্টরা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ভার্চুয়াল নয়, সরাসরিই হবে বইমেলা। তবে তারিখ নির্ধারিত হয়নি। মেলা উদ্বোধনের জন্য তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে সংস্কৃতি মন্ত্রণালয়, যা ২০ ফেব্রুয়ারি, ১৭ ও ২৭ মার্চ হতে পারে, অথবা প্রধানমন্ত্রী নিজে তারিখ নির্ধারণ করে দিতে পারেন।

Related Articles

Back to top button