চুলের যাবতীয় সমস্যা সমাধান দিবে গোলম'রিচের এই প্যাকে
চুলের স্বাভাবিক রঙ ধরে রাখাসহ অসংখ্য উপকার রয়েছে গোল ম'রিচের মাঝে। আপনি যদি চুলে ক্যামিকেল যু'ক্ত হেয়ার ডাই ডিরেক্টলি ব্যবহার করতে না চান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চুল কাল করতে চান, তবে গোলম'রিচ আর লেবুর রসের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
এতে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে। চলুন তবে জেনে নেয়া যাক কী'ভাবে ব্যবহার করবেন এই গোলম'রিচ ও লেবুর রস সে স'ম্পর্কে-যা যা লাগবে এক টেবিল চামচ গোল ম'রিচের গুঁড়া, দুই চা চামচ লেবুর রস।
যেভাবে লাগাবেন
প্রথমে একটি বাটিতে এক টেবিল চামচ গোল ম'রিচের গুঁড়া, দুই চা চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। সঙ্গে একটু ট'ক দিলে আরো ভালো হবে। মিশ্রণটি চুলের প্রতিটি গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর এক ঘন্টা অ'পেক্ষা করুন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।