একসঙ্গে রোশান-যশ

শ্রাবন্তী আর নুসরাত ইস্যুতে বেশ আলোচিত রোশান সিং এবং যশ দাসগুপ্ত। এবার দুজনকে একসঙ্গে দেখা গেল জিমে। শরীরচর্চা শেষে একসঙ্গে ছবিও তুলেছেন তারা। সে ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রোশান সিং।

ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা যখন ওয়ার্ক আউটের জন্য এসে উপস্থিত হয়।’ রোশনের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন যশ দাসগুপ্ত। ছবিতে রোশানকে কালো টি-শার্ট এবং ডেনিম জিন্সে দেখা গেছে। আর যশের পরনে ছিল মাসল শো-অফ ট্র্যাক স্যুটে।

শেয়ার করা পোস্টের কমেন্টস অপশন বন্ধ করে রেখেছেন রোশান। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল রোশানের। যদিও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি শ্রাবন্তী। তবে রোশান জানিয়েছেন, একসঙ্গে থাকছেন না তারা।

ওদিকে, স্বামী নিখিল জৈনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নুসরাতের। স্বামীর অ্যাপার্টমেন্ট ছেড়েছেন নুসরাত। টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে- যশের সঙ্গে প্রেম করছেন নুসরাত। যদিও এসব বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি।

Related Articles

Back to top button