পর্দা না করে বেপর্দায় চলে জান্নাত চাওয়া বোকামি।

অভিনয় ছেড়ে দ্বীনের পথে ফেরা অ্যানি খান ২২ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বলেছেন, ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ডে না করে আমরা চাইবো আল্লাহর ভালোবাসায় বেশি বেশি করে

দ্বীনের প্রচার এবং আল্লাহর ভালোবাসায় যারা নিজেদের পরিবর্তন করেছেন তাদের সাথে ফেব্রুয়ারি মাসে লাইভ করব, ইনশাআল্লাহ। আগে কেমন ছিলেন, এখন কিভাবে পরিবর্তন হয়েছেন সেই মানুষদের সাথে আমরা লাইভ করব এবং আমরা চাইবো সবার সাথে শেয়ার করতে।

অভিনয় ছেড়ে দ্বীনের পথে আসার পর থেকেই অ্যানি খান ইসলাম সম্পর্কে গভীরভাবে জানার প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি মানুষের মাঝে ইসলামের প্রচারে ব্যাপক মেহনত করে যাচ্ছেন।তিনি তার ফেসবুকে লিখেছেন, আমি বেশিভাগ পোস্ট কারও না কারও কাছ থেকে কপি পেস্ট করি, নিজে বুঝি, বুঝার চেষ্টা করি, এতে নিজের জীবনের যদি উপকার হয়, তখনই ওই পোস্ট শেয়ার করি,

তাই আমাকে বাহবা দেওয়ার কিছু নেই, আমি নতুন, আমি খুব সুন্দর করে কিছু লিখতে পারিনা, বলতেও পারিনা, জানিনা পারব কিনা? কিন্তু ইচ্ছা আছে, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুক। আমিন।তিনি আরেও লিখেছেন, “কথায় আছে নিয়ত আন্দাজ বরকত। আমাদের নিয়ত আসলেই অনেক বড়ো। নামাজ না পড়ে আলহামদুলিল্লাহ – ইনশাআল্লাহ বলা মানুষটি জান্নাতে যাওয়ার আশা রাখে।

পর্দা না করে ফেসবুকে সেলফি- ছবি দিয়ে বেপর্দা চলেও জান্নাতে যেতে চাওয়া বোকামি ছাড়া কিছু নও। গীবত, পরনিন্দা, চোগলখুরি, মানুষের মনে কষ্ট দিয়েও আমরা জান্নাত আশা করি।গানবাজনা, ডিজে পার্টি, নাচানাচি করেও আমরা জান্নাত আশা করি। অন্যের হক মেরে, সম্পদ ভোগ করে, হারাম উপায় টাকা ইনকাম করে হজ্জ করে জান্নাতে যাওয়ার আাশা রাখি।

নিয়ত ঠিক তো সব ঠিক, আমার নিয়ততো ঠিক আছে এতো কষ্ট করে নামাজ, পর্দা, ভালো কাজ করে লাভ কি? ১৪০০ বছর আগে আমার নবী যা করে গেছে শিখিয়ে গেছে সব মনে রাখছি এটাই বেশি। নেক আমল, আকিদা, ভালো কাজ সঙেগ যাবে আর কেও না। আমিও সুধরাই সময় থাকতে আপনিও সুধরান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৈফিক দান করুক আমিন।”

Related Articles

Back to top button