প্রিয়াঙ্কার ‘বাবা’ হতে চাইনি: অনিল কাপুর

বয়স ষাটের কোটায় তবুও যেন চির তরুণ বলিউড অভিনেতা অনিল কাপুর। এখনো লাখো নারীর হৃদয়ে জায়গা করে আছেন তিনি। এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন অনিল কাপুর।

পর্দায় অনেকবারই বাবার চরিত্রে হাজির হয়েছেন অনিল। ‘দিল ধাড়াকনে দো’ সিনেমায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু শুরুতে এই চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। তাকে এ বিষয়ে রাজি করিয়েছেন তার ছেলে হর্ষবর্ধন কাপুর।

এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, সত্যি বলতে, প্রিয়াঙ্কার বাবা হতে চাইছিলাম না। আমাদের দু’জনের একসঙ্গে একটি রোমান্টিক সিনেমা করার কথা ছিল। এটিই সমস্যা ছিল। ছেলের কথায় রাজি হওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, হর্ষবর্ধণ আমার কাছে এসে বলেছিল, আপনি সত্যি সত্যি তার বাবা হয়ে যাচ্ছেন না, তার চরিত্রটি রূপায়ণ করছেন মাত্র।

জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়াকনে দো’ সিনেমায় এক ধনী ব্যবসায়ীর ভূমিকায় দেখা গেছে অনিল কাপুরকে। তার মেয়ে ও ছেলের চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা ও রণবীর সিং। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন- ফারহান আখতার, আনুশকা শর্মা, রাহুল বোস, শেফালি শাহ প্রমুখ।

Related Articles

Back to top button