ভক্তদের সুখবর দিলেন জয়া আহসান

কলকাতার সিনেমা নিয়েই এখন জয়া আহসানের ব্যস্ততা বেশি। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ঢাকায় থাকার পর কলকাতায় গিয়ে একের পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিচ্ছেন তিনি।
সম্প্রতি কলকাতার আরও একটি ছবিতে চুক্তি বদ্ধ হলেন জয়া। ছবির নাম ‘ওসিডি’। এটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। একই পরিচালকের ‘ভুতপরী’ ছবিতেও অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
নতুন এই ছবিটি নির্মিত হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার [ওসিডি] রোগে আক্রান্ত এক নারীকে ঘিরে। ওসিডি এক ধরনের মানসিক রোগ, যাকে মনরোগের পরিভাষায় সবচেয়ে জটিল ‘অ্যাংজাইটি নিউরোসিস’ বলা হয়।
এই ধরনের রোগীরা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিশেষ কোনো চিন্তাকে বারবার মনে করেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে জয়া এখন ঢাকায়। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই কলকাতা যাচ্ছেন তিনি। ছবিতে জয়া ছাড়াও অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন ও কণীনিকা বন্দোপ্যাধায়।
এদিকে জয়া করোনা পরিস্থিতেই কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং শেষ করেছেন। মাঝে কলকাতায় গিয়ে একটি বিজ্ঞাপনেও অংশ নেন তিনি।