নেহার কোলে পুঁচকে সোনা, একর;ত্তির সঙ্গে খুন;সুটিতে ব্য;স্ত গায়িকা অভিনেত্রী

নেহা কক্কর, যাকে নিয়ে বলিউড এবং সঙ্গীত জগ;তে ক্রমা;গত বি;তর্ক চল;তেই থাকে। দিন কতক আ;গেই রোহ;নপ্রীত সিং নামের এক পাঞ্জা;বি গায়;কের সঙ্গে তাঁর বি;য়ে হয়। তারপর থেকেই বিত;র্কে জড়ি;য়ে পড়তে থাকেন নেহা ।

রোহনপ্রীতের সঙ্গে নিজের অ;ন্তঃ;স;ত্ত্বা অব;স্থার ছবি পো;স্ট করেন তি;নি দিন কতক আগে। যেটা দেখে নে;টিজে;নদের মধ্যে কোলাহল পড়ে যায়। কেউ কেউ তো আ;বার তাঁর বিয়ের অল্প ক;য়েক;দিনের মধ্যেই তাঁর অ;ন্তঃস;ত্ত্বা হওয়া নিয়ে কথা শো;নাতে ছাড়েন না তাঁকে। কিন্তু তারপর জা;না যায় তাঁর নতুন গানের অ্যা;লবাম “খেয়াল রাখ্যা কর”-এর প্রোমো এটি।;

ইতিম;ধ্যেই তে;মনই এক;টি ছবি ভাইরাল হলো নেট দু;নিয়ায়। হলু;দ শাড়িতে দেখা যাচ্ছে নেহা;কে। তাঁর কোলে একটি শিশু। তবে এবার ভুল করে;ননি নেটি;জেনরা। খবর নিয়ে দেখা যায়, ওই ছবি নেহার গায়ে হলুদের। তাই নেহার এই ছবি দেখে আর ভড়কে যাননি নেটিজে;নরা।

যদিও নেহার ‘রোনে কি রানী;’ বলে কু;খ্যাতি আছে। কু;;খ্যা;তি আছে ‘ড্রা;মা কু;ইন’ বলেও। কারণ কমবে;শি সব মঞ্চে;ই কেঁ;দে ভা;সিয়ে দিতে দেখা গেছে তাঁকে। তাঁর এই ছবি দেখে আর কেউ ভুল;ছেন না, এমনই রিয়্যাকশন দিলেন নে;টি;জেনরা।

Related Articles

Back to top button