ঐশ্বরিয়ার ‘যমজ’ বোন! বিয়ে করলেন আট বছরের ছোট পাত্রকে

তাকে দেখলে সত্যিই ঘোর লেগে যাবে চোখে। কয়েক মুহূ’র্তে’র জন্য আপনারও ভুল হতে বাধ্য। সত্যি’ই মনে হবে তিনিই রাই সুন্দরী, ঐশ্বরিয়া রাই বচ্চ’নের কোনো য’মজ বোন হবে! কিন্তু একে’বারেই তেমনটা নয়।

তিনি জন’য় মা’রাঠী অভিনেত্রী মান’সী নায়েক। অনেকেই বলেন, তিনি নাকি একেবারে ঐশ্বরিয়া রাই’য়ের ডু’প্লি’কেট কপি। কোনো কোনো সা’জে তাকে স’ত্যিই আ’লাদা করে চেনা প্রায় অ’স’ম্ভব।

সম্প্র’তি মা’নসী গাঁট’ছড়া বাঁধ’লেন দী’র্ঘদি’নের বয়’ফ্রেন্ড প্র’দীপ খারে’রার সঙ্গে। গত মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান। প্রদীপ মেশায় একজন পে’শাদা’র বক্সিং খেলোয়াড়। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল চ্যা’ম্পিয়ন তিনি।৩৩ বছরের মা’নসীর ছবি সোশ্যাল মি’ডিয়ায় ভা’ইরাল হতেই নেটনাগরিকরা তার সঙ্গে ফের ঐশ্বরিয়া রাইয়ের তু’লনা শুরু করে দিয়েছেন।’

বিয়ের পর হরি’য়ানার ফরি’দাবা’দে প্রদীপের বাড়ি’ই থাক’বেন মা’নসী। তাদের দু’জনে’র আ’চার, অনুষ্ঠা’ন, ভাষা সবই আলা’দা। এমনকি ২৫ বছ’রের প্রদীপ মা’ন’সীর থেকে আট বছ’রের ছোট। কিন্তু যেখা’নে মনে মিল হয়েছে, সে’খানে অন্য কোনো কিছুই আর বাধা নয়।

Related Articles

Back to top button