নতুন বিজ্ঞাপনে হাজির নব্বই দশক মাতানো মডেল চৈতী
তখন বিটিভির যুগ। চ্যানেলটি বাঙালিকে বেঁধে রেখেছিল পারিবারিক সংস্কৃতির দারুণ এক আবেগে, আয়োজনে। ঘটা করে বিটিভি দেখা একটা পারিবারিক উৎসবের মতো ছিল তখন। সবাই খোঁজখবর রাখতেন কখন কবে প্রিয় কোন অনুষ্ঠান-নাট'ক প্রচার হবে।
সেই সময় প্রচার হওয়া বিজ্ঞাপনগুলোও ছিল নান্দনিক। ফলে দ্রুতই সেগুলো দর্শকপ্রিয়তা পেত। সেইসব বিজ্ঞাপনের বদৌলতে অনেক মডেল ও অ'ভিনয় শিল্পীই তারকাখ্যাতি পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম লামিয়া তাবাসসুম চৈতী। দর্শকের কাছে মডেল চৈতী নামেই পরিচিত ছিলেন।
দীর্ঘ ১৯ বছর ছিলেন শোবিজের বাইরে। ২০১৯ সালে তিনি ফিরেছেন একটি বিজ্ঞাপনের মডেল হয়ে। সম্প্রতি কাজ করেছেন আরও একটি নতুন বিজ্ঞাপনে। অমিতাভ রেজার পরিচালনায় ম্যাগির এ টিভিসিটি আজ ২১ জানুয়ারি থেকে প্রচার হচ্ছে টিভি চ্যানেলসহ নানা মাধ্যমে।
এ বিজ্ঞাপন দিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছেন চৈতী। তিনি বলেন, ‘নানা কারণে নিয়মিত কাজ করা হয়ে উঠে না। আইডিয়া পছন্দ হলে কিছু কাজ করবো। সেই জায়গা থেকেই ম্যাগি ফিউশন ফ্রাইড রাইস সিজনিং মিক্সের টিভিসিটি করলাম। গত ডিসেম্বরে কাজটি করেছিলাম। একটি পারিবারিক আ'মেজের গল্প। প্রচারে যাচ্ছে আজ থেকে। আশা করছি এটি উপভোগ্য হবে দর্শকের কাছে।’
চৈতী নব্বই দশকে জুঁই নারকেল তেল, বার্জার পেইন্টসের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় এসেছিলেন। অল্প কিছু কাজ করেছিলেন ওই সময়। একটি মাত্র টেলিফিল্মে দেখা গেছে তাকে। সেটির নাম ‘ছবির মতো মে'য়ে’।
ইম'দাদুল হক মিলনের লেখা গল্প নিয়ে এটি তৈরি করেছিলেন নন্দিত নির্মাতা ও অ'ভিনেতা আফজাল হোসেন। সেখানে চৈতীর বিপরীতে অ'ভিনয় করেছিলেন আফজাল হোসেন ও মনির খান শিমুল।
এটি বিটিভিতে প্রচার হয়েছিল ২০০০ সালে। এটাই ছিল তখনকার মতো ক্যামেরার সামনে শেষ দাঁড়ানো। এরপর ১৯ বছরের বিরতি কাটিয়ে ২০১৯ সালে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি ২৫ বছর আগে নিজের করা বার্জার পেইন্টের বিজ্ঞাপনের সিক্যুয়ালে। সেই টিভিসিটি তুমুল আ'লোচিত হয়।