নুসরাত-যশের প্রেম পর্বের শুরু?

স্বামী নিখিল জৈনের সঙ্গে এক ফ্ল্যাটে থাকছেন না নুসরাত জাহান। জন্মদিনে নিজেই সেকথা জানিয়েছিলেন এই অভিনেত্রী ও সাংসদ। কারণটা ব্যক্তিগত বলেই দাবি করেছিলেন। এর নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু রাজস্থান সফরের পর থেকেই নুসরাতের সঙ্গে আরেক অভিনেতা যশ দাসগুপ্তের নাম জড়িয়ে নানা রটনা রটেছে। এমন পরিস্থিতিতে দুই তারকার ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে শুরু হল নতুন জল্পনা।

সোমবার রাতে সুস্বাদু খাবারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন যশ। একই সময় সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নুসরাত। একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে, যশের স্টোরির স্ক্রিনশটই শেয়ার করেছেন নুসরাত। তাহলে কি একই রেস্তোরায় নৈশভোজে গিয়েছিলেন তারকা? অনেকেই তুলেছেন এই প্রশ্ন।

অন্যদিকে এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছিলেন, ‘SOS কলকাতা’র আগেও যশের সঙ্গে দু’টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তখন বিয়েও হয়নি। বরং তখন তার কাছে ওপেন চান্স ছিল। ‘বাকিটা ব্যক্তিগত’ বলেই জানিয়েছিলেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ।

Related Articles

Back to top button