পরীমনি-সজলের একাধিক ঘনিষ্ঠ ছবি ফাঁস!

জনপ্রিয় অভিনেতা সজল ও চলচ্চিত্র নায়িকা পরীমনি। আগে তাদের দুজনের প্রেম, ভালোবাসা নিয়ে মিডিয়ায় কোন গসিপ শোনা যায়নি।তবে হঠাৎ ফেসবুকে সজল-পরীর ঘনিষ্ঠ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে হতবাক পুরো মিডিয়াপাড়া ও ভক্তরা!

এরপর থেকে ছবিগুলো নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ভালো খারাপ মন্তব্যে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। আসলেই এই ছবিগুলো এলো কিভাবে?

খোঁজ নিয়ে জানা যায়, দৃশ্যটি পরীমনি ও সজল অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র। রোববার থেকে গাজীপুরের ত্রিমোহনীর ময়নারটেকে এই ওয়েব সিরিজটির শুটিং চলছে। শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি, সজলসহ অন্যান্য শিল্পীরা। আর ভাইরাল হওয়া ঘনিষ্ঠ ছবিগুলো এর শুটিংয়ের একটি দৃশ্য।

ওয়েব সিরিজটিতে পরী অভিনয় করছেন টিনা চরিত্রে আর সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়। এটি নির্মাণ করছেন সহিদ-উন-নবী। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য ‘পাফ ড্যাডি’ নির্মাণ করা হচ্ছে।

Related Articles

Back to top button