ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!
ওপার বাংলার আ’লোচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাস্তব জীবনে তাদের প্রে’মের খবর সবারই জানা। অ’পেক্ষার অবসান ঘটিয়ে একসঙ্গে পর্দায়ও আসছেন এ জুটি। ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম সিনেমা ‘ম্যাজিক’।
ওই দিনই প্রে’মের দশ বছর পূর্তি হচ্ছে তাদের। তার দুইদিন পরই অঙ্কুশের জন্ম’দিন। শোনা যাচ্ছে, ছবি মুক্তির দিনেই নিজেদের বিয়ের রেজিস্ট্রি সেরে নিবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সত্যি কী'’ তাই? জানতে চাইলে কলকাতার একটি গণমাধ্যমকে ঐন্দ্রিলা বলেন, আম’রা রেজিস্ট্রি করতে করতেই হলে ঢুকব। বাকিটা বুঝে নাও।
একই প্রসঙ্গে অঙ্কুশ বলেন, সেটা এখনই কনফার্ম করে দিলে মুশকিল। এটা কনফার্ম নয়, আবার হতেও পারে। কোনদিন আমাদের মা’থা ঘুরে যাবে, কী'’ সিদ্ধান্ত নিয়ে ফেলব সেটা নিজেরাও জানি না। তবে হ্যা, ২০২১ আমা’র কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কী'’ হয়।
২০১১ সালের ১২ ফেব্রুয়ারি প্রে’ম শুরু করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। চুটিয়ে প্রে’ম করেছেন টানা দশ বছর। দুই পরিবার মেনেও নিয়েছে তাদের সর্ম্পক। লকডাউনের একটা সময় ঐন্দ্রিলার বাড়িতেই কাটিয়েছেন অঙ্কুশ।
অঙ্কুশ আর ঐন্দ্রিলা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত টালিগঞ্জের বিভিন্ন সূত্রে। গত বছর নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ। তারপর কিনেছেন নতুন অ্যাপার্টমেন্ট। দুজন মিলে সাজিয়েছেন নতুন বাড়ি। এখন অ’পেক্ষা শুধু চারহাত এক হওয়ার আর ঐন্দ্রিলাকে বউ করে ঘরে তো