অ'ভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় অ'ভিনেতা মজিবুর রহমান দিলু মা'রা গেছেন। মঙ্গলবার সকাল ৬টা ৪৫মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতা'লে তিনি শেষ নিঃশ্বা'স ত্যাগ করেছেন।
দিলুর বড় ভাই নাট্যকার আতাউর রহমান বলেন, দিলু দীর্ঘদিন ধরে অ'সুস্থ। আগে থেকেই ফুসফুসে সমস্যা ছিল। মূলত, নিউমোনিয়া অ্যাটাকে তার মৃ'ত্যু হয়েছে। সবার কাছে দিলুর জন্য দোয়া চাই।
দিলুকে বনানী কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে বলেও জানান তিনি।বিটিভিতে প্রচারিত হু'মায়ূন আহমেদের ‘সংশপ্তক’ নাট'কে ‘বড় মালু’ চরিত্রে অ'ভিনয় করে আ'লোচিত হয়েছিলেন মজিবুর রহমান দিলু। অনেকে তাকে ‘বড় মালু’ নামেই চেনেন।
উল্লেখ্য, দিলুর অ'ভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ১৯৭৬ থেকে নিয়মিত অ'ভিনয় করছেন। মাঝে দীর্ঘদিন অ'ভিনয় থেকে দূরে ছিলেন।
তার উল্লেখযোগ্য নাট'কগুলো হলো- ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ প্রভৃতি। মঞ্চে ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙের দিনগু'লি’, ‘জনতার রঙ্গশালা’ প্রভৃতি।