মঞ্চে কাঁদলেন সোহেল রানা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে ১৭ জানুয়ারি (রোববার) বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা) এবং অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা।
অনুভূতি ব্যক্ত করে কান্না জড়িত কণ্ঠে জনপ্রিয় এ অভিনেতা আরও বলেন, জীবন সায়াহ্নে এসে সম্মাননা পেলাম। অনেক আশা করে এসেছিলাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত থেকে পদকটি নেব। কিন্তু করোনার কারণে তা আর হলো না। আমার হয়তো আর এমন মঞ্চে পুরস্কার নেয়ার সুযোগ হবে না।
কথাগুলো বলতে বলেতে কেঁদে ফেলেন সোহেল রানা। বক্তব্যের শেষে সোহেল রানা প্রধানমন্ত্রীর কাছে দুটি আবেদন করেন। একটি এ আসরে আজীবন সম্মাননা পাওয়া শিল্পীদের ভিআইপি পদমর্যাদা ও পুরস্কার পাওয়াদের অন্তত দুই বছরের জন্য হলেও সিআইপি হিসেবে স্বীকৃতি দেওয়া।