আমার পছন্দের মেয়েটি ২০ বছর আগেই দাদি হয়ে গেছে: সালমান খান

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেতা সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে সালমান খান অন্যতম।এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।

ফের আলোচনায় এসেছেন এই বলিউড সুপার স্টার।নতুন খবর হচ্ছে, সালমান খান জানিয়েছেন বিয়ে না করে ভালোই হয়েছে। না হলে এতোদিনে দাদু হয়ে যেতাম। আমার পছন্দের নারী গেলো ১৫ থেকে ২০ বছর আগেই দাদি হয়ে গেছে।

রিয়েলিটি শো বিগ বসের একটি আসরে এমনটাই বললেন ৫৫ বছর বয়সী অবিবাহিত এই অভিনেতা। এমনকি বিয়ে না করা নিয়ে তার বিন্দু পরিমাণ আক্ষেপও নেই।

Related Articles

Back to top button