হিরো আলমের নতুন গান ‘বগুড়ার ছেলে’

একের পর এক গান উপহার দিয়ে চলেছেন হিরো আলম। এবার আঞ্চলিক ভাষায় গান গাইলেন এ আলোচিত ইউটিউববার। ‘বগুড়ার ছোল’ শিরোনামের এই গানের কিছু অংশে র‌্যাপও রয়েছে।

ইংরেজি ও হিন্দি গানের পর এবার হিরো আলমের কণ্ঠে আঞ্চলিক গান শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। গানের মান নিয়ে প্রশ্ন থাকলেও নেটিজেনদের অনেকেই প্রশংসা করছেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গান মুক্তি পেয়েছে।

Related Articles

Back to top button