বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন যে অভিনেত্রী

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে হিমি অন্যতম। এবার প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করবে বলে আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।
অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে এমন বড় একটি চরিত্র পেয়ে বেশ উচ্ছ্বসিত হিমি। হিমির কথায়, ‘এটি অনেক বড় একটি দায়িত্ব। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী। যেহেতু উনার চরিত্রটি করছি, উনি তো অবশ্যই সেটি দেখবেন। তা নিয়ে চিন্তায় আছি।
কাজেই, শেখ হাসিনার চরিত্রটি আমার কাছে খুব বড় একটি চ্যালেঞ্জ।’ প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি সম্পর্কে হিমি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো দেখে উনার (শেখ হাসিনা) সম্পর্কে জানার চেষ্টা করছি। বাকি প্রস্তুতি সিনেমার চিত্রনাট্য হাতে পাওয়ার করে নেব।