ডিপজলের হাত ধরে প্রথমবারের মতো জুটি বধলেন জয়-মৌ খান
জনপ্রিয় অ'ভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে নতুন ছবি ‘মানুষ কেন অমানুষ’। আজ শুক্রবার থেকে সাভা'রে শুটিংয়ের মধ্য দিয়ে ছবির ক্যামেরা ওপেন হয়েছে।
মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এই ছবির প্রধান চরিত্রে অ'ভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল, জয় চৌধুরী ও মৌ খান। মৌলিক গল্পের এই ছবিতে দেখা যাবে, চিত্রনায়ক জয় চৌধুরী একজন নামকরা ব্যবসায়ী। তার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অ'ভিনয় করা ডিপজলের। তাদের পরস্পরের সংঘাত নিয়ে এগিয়ে যাবে ছবির গল্প। ট্রাইএঙ্গেল কাহিনীচিত্রে তাদের বিপরীতে দেখা যাবে মৌ খানকে। এই তিন চরিত্রকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব-বিরোধ ও প্রে'ম-ভালোবাসা নিয়ে তৈরি হচ্ছে ‘মানুষ কেন অমানুষ’ ছবি।
সিনেমাটি নিয়ে জয় চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘ আট বছর পর আবারও অমি বনি কথাচিত্রের ছবিতে ফেরা। ডিপজল আঙ্কেলের এই সংস্থা থেকেই আমি চলচ্চিত্রে পা রাখি। সেই ঘর থেকে আবারও নতুন ছবিতে অ'ভিনয় করছি, এটা সত্যিই আনন্দের। মাঝখানে কে'টে গেছে আট বছর, এর মধ্যে ১৪টি ছবিতে অ'ভিনয় করেছি। ডিপজল আঙ্কেলের সঙ্গে এটা যেহেতু আমা'র দ্বিতীয় ছবি, তাই পুরনো কাজের অ'ভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো একটা কাজ উপহার দিতে চাই।
আশা করি সবার ভালো লাগবে। এই চিত্রনায়ক আরও বলেন, মনতাজুর রহমান আকবর স্যারের নির্মাণে এটা আমা'র দ্বিতীয় ছবি। আমা'র ও তার বোঝাপড়াটা বেশ ভালো। বিগ অ্যারেঞ্জমেন্টের এই ছবিটি নিয়ে আম'রা প্রত্যেকেই আশাবাদী। ছবিতে আমা'র বিপরীতে প্রথমবারের মতো অ'ভিনয় করছেন মৌ খান। তিনিও এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অ'ভিনয় করে ঢাকাই ছবির পরিচিত মুখ। সব ঠিক থাকলে চলতি বছরই মৌ আর আমা'র জুটির রসায়ন দর্শক বড়পর্দায় দেখতে পারবে।
ডিপজলের নিজের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে ডিপজল, জয় ও মৌ ছাড়া আরও অ'ভিনয় করছেন বড় দা মিঠু , রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সৌদাগর, কিরন কুমা'র ও সেলিমসহ অনেকে। এদিকে, পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘আয়না’ ছবির কাজ শেষ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এই ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা আঁচল।