কেমন বউ চান? সবার সামনে নিজের কামনার কথা জানালেন সালমান খান

পঞ্চান্নর গন্ডি পার করেও ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলার ভাইজান। কথা হচ্ছে বলিউডের “দাবাং” সালমান খানকে নিয়ে। সল্লু মিঁঞার বিয়ে নিয়ে কৌতুহল রয়েছে বলিউড থেকে শুরু করে সংবাদ মাধ্যম ছাড়িয়ে আমজনতারও।

একটাই প্রশ্ন ঘুরপাক খায় সর্বত্র, কবে বিয়ে করবেন সালমান? এমন কোনও কন্যা কি নেই যার গলায় মালা দিতে চান সলমন? এই প্রশ্ন বারবার তোলা হয়েছে তারকার কাছে।তবে প্রায় ৩০ বছর আগে নি’জের ড্রিম গার্ল সম্ব’ন্ধে মন খুলে বলতে শোনা গি’য়েছিল সলমনকে। সেই সময় অভি’নেত্রী সঙ্গীতা বি’জলানির সঙ্গে সলমনের সম্পর্ক ছিল বলি’উডের চর্চার বিষয়।

পেজ থ্রির পাতা ভরতো তাদের খবরে। প্রকাশ্যে সঙ্গীতার সাথে সম্প’র্ক নিয়ে কথাও বলতে দেখা যেত সালমানকে। বছর পঁচিশের সদ্য যুবক ভাই’জান ফি’ল্মফে’য়ারকে দেওয়া সা’ক্ষাৎকারে বলেন, ‘আমার পছ’ন্দের মেয়ে আমার মতো হবে। আমি ওকে সেই জি’নিসটা দেও’য়ার চেষ্টা করবো যা সে বাবা-মায়ের বাড়িতে পায়নি।’

ক্যাট’রিনার সঙ্গে সম্প’র্ক ভা’ঙার পরে ভা’ইজা’নের জীবনে এসেছেন রোমানি’য় সুন্দরী ইউলি’য়া ভান্তুর। সংগীত শি’ল্পীকে প্রায়ই সলমনের পারি’বারিক অনুষ্ঠা’নে হাজির থাকতেও দেখা যায়। ইউলি’য়ার সা’থেই সল্লু মিঁঞার প্রেমের সম্পর্ক, গুঞ্জ’ন বি টাউনে। তবে সলমনের বিয়ে নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।

জানা যায়, ১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হও’য়ার কথা ছিল সালমান-সঙ্গীতার। ছাপা হয়ে গিয়েছি’ল বি’য়ের কা’র্ডও। তবে প্রায় ২৭ বছর আগের সেই কাঙ্খি’ত দিনে কেন হয়নি মধুরে’ণসমা’পয়েৎ, সেই প্রশ্নের উত্তর‌ও কফি উ’ইথ কর’ণের মঞ্চে জানান সালমান। সেই সাক্ষাৎকারে বি’য়ে নিয়ে আক্ষেপের কথাও জা’নিয়েছেন সালমান।

জানা যায়, ১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হও’য়ার কথা ছিল সালমান-সঙ্গীতার। ছাপা হয়ে গিয়েছি’ল বি’য়ের কা’র্ডও। তবে প্রায় ২৭ বছর আগের সেই কাঙ্খি’ত দিনে কেন হয়নি মধুরে’ণসমা’পয়েৎ, সেই প্রশ্নের উত্তর‌ও কফি উ’ইথ কর’ণের মঞ্চে জানান সালমান। সেই সাক্ষাৎকারে বি’য়ে নিয়ে আক্ষেপের কথাও জা’নিয়েছেন সালমান।

Related Articles

Back to top button