ভাবছি এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব: আজহারী

মিজানুর রহমান আজহারী তার ফেসবুকে লিখেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে, “আপনার সর্বশেষ পোষ্টটি আপনার পেইজে এখন আর দেখা যাচ্ছে না কেন”? “পোষ্টটি কি আপনি ডিলিট করে দিয়েছেন”?
আসলে, ফেইসবুক অথোরিটি নিজেই দ্বিতীয় বারের মতো, আমার গত পরশু রাতে দেয়া পোস্টটি ডি’লি’ট করে দিয়েছে।পোষ্টটির লেখাগুলো নাকি তাদের কমিউ’নি’টি স্ট্যা’ন্ডা’র্ডের এ’গেইন’স্টে যায়।
পাশাপাশি, এবার ফেইসবুক— ২৪ ঘন্টার জন্য আমার পেইজ এক্টিভিটিও টে’মপো’রারিলি ব্ল’ক করে দিয়েছিল। কিছুক্ষণ আগে সেটা এ’ক্সপা’য়ার করেছে। কবে না জানি আবার পেইজটাই ডি’লি’ট করে দেয়!
ভাবছি, এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব। তাহলে আর তাদের কমি’উ’নিটি স্ট্যা’ন্ডা’র্ডের এগে’ই’নস্টে যাবে না। স্ট্যাটাসটি ডি’লি’ট হওয়ার কারণে, ভিডিও লিং’ক’টিও ডি’লিট হয়ে গেছে। তাই, ভিডিওটি আবারো শেয়ার দিয়ে রাখলাম।