ফের ক্ষেপে গেলেন জয়া বচ্চন !

তারকা দেখলেই এক ক্লিকে নিমেষে তাঁদের ক্যামেরাবন্দি করেন পাপারাৎজি। তারকাদেরও দিব্যি হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে জয়া বচ্চন তেমনটা নয়। তাঁর ছবি তোলার অপরাধে পাপারাৎজির সঙ্গে খারাপ ব্যবহারের বদনাম জয়া বচ্চনের নতুন নয়।

অনেকেই পিছনে কটাক্ষ করে বলেন, ‘বদমেজাজী জয়া’। ফের একবার একই কাণ্ড ঘটালেন তিনি, পাপারাৎজি দেখে বেজায় চটলেন জয়া বচ্চন।সম্প্রতি, জয়া বচ্চন গিয়েছিলেন ডেন্টাল ক্লিনিকে। তিনি গাড়ি থেকে নামতেই ঝলসে ওঠে ক্যামেরা।

ব্যাশ ওমনি জয়া গেলেন ক্ষেপে। তাঁকে বলতে শোনা গেল, ”আপনারা এখানেও পৌঁছে গেছেন? কী করে বুঝলেন? বর্ষীয়ান অভিনেত্রীর কথায় ক্ষমা চেয়ে নেন পাপারাৎজি। তাঁদের বলতে শোনা গেল, জয়ার গাড়ি দেখে তাঁরা চিনতে পেরেছিলেন।

পাপারাৎজিরা ছবি তুললে জয়া বচ্চন কেন রেগে যান? এর আগে এবিষয়ে শ্বেতা বচ্চন নন্দা জানিয়েছিলেন, তাঁর মা আসলে ক্লাস্ট্রোফোবিক। অর্থাৎ তাঁর মায়ের চারপাশে যখন অনেক লোকজন ভিড় করেন, তখন ওনার আলাদাই অনুভূতি হয়। তাঁকে জিজ্ঞাসা না করে ছবি তুললে তিনি ভীষণ বিরক্ত হন। কারণ, তিনি পুরনোপন্থী। ওই শিক্ষাতেই শিক্ষিত।

Related Articles

Back to top button