মায়ের তৃতীয় বডি বিল্ডার স্বামীর বিরুদ্ধে ক্ষেপেছেন শ্রাবন্তীর ছেলে

প্রায়ই খবরের শিরোনামে থাকেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর মন্তব্যের জেরে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে টলিউডে।
এসেবর মাঝে এবার থেমে থাকলেননা শ্রাবন্তীর ছেলেও। মঙ্গলবার রাতে শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টেটাস চোখে পড়ে সবার। যেখানে বডি বিল্ডারদের নিয়ে বেশ কয়েকটি মন্তব্য উক্তি করেন শ্রাবন্তীর ছেলে।
অভিমন্যু দাবি করেন, বেশ কয়েকজন বডি বিল্ডার এমন রয়েছেন, যাদের শরীর প্রসারিত হয়েছে কিন্তু মস্তিষ্কের বিকাশ ঘটেনি। অভিমন্যু কার দিকে ইঙ্গিত করলেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে ।
অভিমন্যুর দাবি, কিছু কিছু বডি বিল্ডারদের এমন অবস্থা যে তাঁরা মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতেও জানেন না। যেভাবে তারা বড় হয়েছেন, ছোট থেকে সঠিক শিক্ষা না পেয়েই তাঁরা ভদ্রভাবে কথা বলতেও শেখেননি বলেও দাবি করেন শ্রাবন্তীর ছেলে।
শ্রাবন্তীর ছেলে বডি বিল্ডার্স বলে উল্লেখ করলেও, তিনি যে আদতে রোশন সিংয়ের দিকেই তীর ছুঁড়েছেন, তা বেশ স্পষ্ট। শ্রাবন্তীর সঙ্গে রোশনের সম্পর্কের তিক্ততা শুরু হলেও, সে বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন অভিনেত্রীর ছেলে। এবার তিনিও যে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন, তা কার্যত স্পষ্ট।