খুব উত্তেজিত হলেন শবনম ফারিয়া!
এবার নতুন এক আঙিনায় পদার্পণ করছেন অ'ভিনেত্রী শবনম ফারিয়া। অ'ভিনয়ের পাশাপাশি এবার তাকে দেখা যাবে উপস্থাপনায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, ‘আমা'র আইন, আমা'র অধিকার’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে শবনম ফারিয়াকে।এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নিজের ফেসবুকে তিনি লিখেছেন, খবরটি জানাতে খুবই এক্সাইটেড! প্রথমবারের মতো আনুষ্ঠানিক উপস্থাপনা শুরু করতে যাচ্ছি আগামী সপ্তাহ থেকে!
মানুষের উপকারে আসে এমন কোনো কাজের অংশ হয়ে সবার ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছি সবসময়েই।মা'র প্রতি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ প্রকাশের একটি উপায়। আমাকে এই সুন্দর সুযোগটি দেওয়ার জন্য তারানা আপা, মিতি আপা এবং ‘আমা'র আইন, আমা'র অধিকার’-এর পুরো টিমকে ধন্যবাদ।
শবনম ফারিয়ার উপস্থাপনায় প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নিউজ বাংলা’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে ‘আমা'র আইন আমা'র অধিকার’ অনুষ্ঠানটি।
আইনি পরাম'র্শ ও সহায়তা নিয়ে এই অনুষ্ঠানটিতে যে কোনো আইনি প্রশ্নের সরাসরি উত্তর দেবেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ও ব্যারিস্টার মিতি সানজানা।