যেসব কারনে সংসার ভাঙলো অ'ভিনেত্রী শবনম ফারিয়ার!
শোবিজ অঙ্গনে আবারো ভা’ঙনের খবর! এবার সংসার ভা’ঙলো ছোটপর্দার তারকা অ'ভিনেত্রী শবনম ফারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই বিচ্ছেদের খবরটি জানালেন এই অ'ভিনেত্রী!
গত বছরের শুরুর দিকে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অ'পুর সঙ্গে বিবাহব’ন্ধনে আব’দ্ধ হন এই অ'ভিনেত্রী। দুই বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে বি’চ্ছেদ ঘ’টেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে ফারিয়া লেখেন, ‘মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়!
আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধ’রে রাখতে পারে না।’ এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) বিচ্ছেদ পত্রে সই করেন তারা। বিচ্ছেদের পেছনে শবনম ফারিয়ার নেই কোনো অ’ভিযোগ। শবনম ফারিয়া বলেন, ‘‘আমা'র মা সব সময় একটা কথা বলে, ‘আ’ল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আম'রা শুধু চে’ষ্টা করতে পারি!’ ঠিক সেভাবেই আমি আর অ'পু অনেকদিন ধ’রেই চে’ষ্টা করেছি একসাথে থাকতে!
কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব ক’ঠিন হয়ে যায়! ‘মানুষ কি বলবে’ ভেবে নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আম'রা! ‘জীবনটা অনেক ছোট, এতো ক’ষ্ট নিয়ে বেঁ’চে থাকার কি দরকার’? এইটা ভেবে আম'রা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আম'রা আর একসাথে থেকে ক’ষ্টে থাকতে চাই না!’’
আড়াই বছরের বৈবাহিক স'ম্পর্কের ইতি টানার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘তাও বছর খানেক সময় নিয়েছি পরষ্পরকে বুঝতে! ফাইনালি ‘আ’ল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন’ ভেবে আম'রা আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি।
বিবাহে বি’চ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বি’চ্ছেদ নেই! বন্ধুত্বের বি’চ্ছেদ নেই! যতদিন বেঁ’চে আছি আমাদের ভালবাসা ও বন্ধুত্ব থাকবে।’ শবনম ফারিয়া আরো বলেন, ‘আম'রা ভালোবেসে বিয়ে করেছি। অনেক পরিকল্পনা ছিল সংসার ঘিরে। কিন্তু নানাবিধ কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে আম'রা দুজনে মিলেই দলছুট হওয়ার মতো ক’ঠিন সিদ্ধান্তটি নিয়েছি।’
গত বছরের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ের বন্ধনে আব’দ্ধ হন অ'ভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অ'পু। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অ'পুর পরিচয় হয়। এর পর দুজনের ভালো বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।