আপনজনকে হা’রিয়ে কঠিন সিদ্ধা’ন্ত নিলেন কাজল!
বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ। বাঙালির শ্রেষ্ঠ পুজা দুর্গা পূজা। আর বাঙালি অ'ভিনেত্রী মানেই কাজল। আর সেই বাঙ্গালী অ'ভিনেত্রী দূ’র্গা পূজোতে সামিল হবেনা এমনটাই জা’নালেন এক সংবাদমাধ্য’মের সা’ক্ষাৎকার-এ।
তাঁর এমন সি’দ্ধান্তের কারণ জানতে খুবই উৎ’সুক নে’টিজেনরা। কাজল ও অজয়ের জীবনে ঘ’টে গেছে এক ম’র্মা’ন্তিক ঘ’টনা। ৫ অক্টোবর প্র’য়াত হ’য়েছেন অজয় দেবগনের ভাই অনীল দেবগন। গো’টা দেবগন পরিবার গ’ভীর ভাবে শো’কাহত পরিবারের প্রিয়জনের মৃ ত্যুতে। টুইটারে টুইট করে অজয় দেবগন এই ম’র্মা’ন্তিক ঘ’টনাটি সকলকে জা’নায়।
টুইটে তাঁর ভাইয়ের আ’ত্মা’র শা’ন্তি কামনা ক’রতে বলছেন অজয় দেবগন তার অ’নুরাগীদের কাছে। তাঁর বাড়িতে কোন প্রা’র্থনা ব্যব’স্থা করা হয়নি এই ক’ঠিন প’রিস্থিতিতে। সকলেই অজয় দেবগণের পাশে দাঁ’ড়িয়ে স’হানুভূতি প্রকা’শ করে এই খবর শোনার পর।
দেবগন পরিবারের কোনো রকম মা’নসিকতা নেই এই বাড়ির পুজো উ’পভোগ করার তারা সবাই গ’ভীর শো’কাহত এমনটিই জা’নালেন বাংলা গর্ব কাজল। মা দু’র্গার আ’শীর্বাদ সর্বদাই বি’রাজমান তাদের উপর আর বর্তমান প’রিস্থিতিতে তাঁর আ’শির্বাদের খুবই প্রয়োজন একটি জা’নালেন অ'ভিনেত্রী।