আবার মা হলেন শিল্পা শেঠি
বলিউডের জনপ্রিয় অ'ভিনেত্রী শিল্পা শেঠি। যার বয়স বাড়ছে শুধুমাত্র ক্যালেন্ডারেই। সম্প্রতি তিনি দ্বিতীয় সন্তানের মা হলেন।‘নো ফিল্টার উইথ নেহা’ শিরোনামের একটি শোতে এসে দ্বিতীয়বার মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন শিল্পা।
৪৫ বছরে এসে মা হওয়া খুবই সাহসী একটা পদক্ষেপ বলে মনে করেন অ'ভিনেত্রী। শিল্পা শেঠির কথায়, ‘আমা'র মনে হয়ে ইয়োগা আমা'র জীবনে গত ১০ বছরে অনেক কিছুরই পরিবর্তন এনেছে। প্রথমবার আমি যখন মা হয়েছিলাম, তখন অনেকটাই ভ'য় পেয়েছিলাম।
তবে দ্বিতীয়বার আমা'র কাছে বিষয়টা অনেকটাই সহ'জ হয়ে গেছে। আমা'র সাহস আছে বলতে পারো। এখন আমি ৪৫, আর আমা'র মে'য়ের বয়স যখন ৫ বছর হবে, তখন আমি ৫০ এ পা দেব।’
শিল্পার কথায়, ‘লোকে আমাকে নিয়ে কী' আলোচনা করছে, আমি সেটা পাত্তাও দিই না। কারণ, এটা একান্তই আমা'র বিষয়, তাদের নয়। আমি শুধু একজন ভালো মা হওয়ার চেষ্টা করি।
আমা'র বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেটা আমা'র সন্তানরাও জানুক, এটাই চাই। পার্থক্য এটাই আমি ছোট্ট একটা বাড়িতে বড় হয়েছি, তবে ভালোবাসা কম ছিল না।’