শীতের শুরুতেই দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
সারাদেশে চলতি মাস থেকেই শীতের আগমনি বার্তা পাওয়া যাচ্ছে। তবে এরই মধ্যে তাপমাত্রা কমা নিয়ে নতুন বার্তা জানিয়েছে আবহাওয়া অফি’স। শনিবার সকালে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ক্রমশ কমা'র সম্ভাবনা রয়েছে।
এদিকে সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অ'পরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমা'র ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফি’স। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।আবহাওয়া অফি’স জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।