যেসব তথ্য চেয়ে ডিপিইর চিঠি

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউনিক আইডির জন্য তথ্য সংগ্রহ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ডিপিই)। তারই অংশ হিসেবে ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের তথ্য চেয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

ডিপিইর নির্দেশনা পেয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা প্রধানদের কাছে তথ্য চাওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বিভাগ, জেলা, উপজেলা মাদ্রাসার নাম ও ঠিকানা উল্লেখ করে, ইআইআইএন নম্বর, কতজন ছাত্রী, কতজন ছাত্র ও ইবতেদায়ি স্তরে মোট কতজন শিক্ষার্থী আছে তা নির্ধারিত ছকে লিপিবদ্ধ করে মাদ্রাসা প্রধানের ফোন নম্বরসহ পাঠাতে বলা হয়েছে।

Related Articles

Back to top button