ফেব্রুয়ারি-মার্চে নয়, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক

গণসাক্ষরতা অভিযানের পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলছেন, ফেব্রুয়ারি কিংবা মার্চে নয়, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেওয়ার হোক।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে এডুকেশন ওয়াচ ২০২০-২১ সমীক্ষার অন্তবর্তীকালীন খসড়া প্রতিবেদনের ওপর ভার্চুলায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

রাশেদা কে. চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলার ব্যাপারে আমরা নির্দ্দিষ্ট কোন সময়সীমা বেঁধে দিচ্ছি না। সরকারকে ধাপে ধাপে সক্ষমতা অর্জন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে হবে। যাতে পরবর্তী ধাপে ভুলগুলো শুধরে নিতে পারে।

সবার সুরক্ষা নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, করোরা আক্রান্ত কম এলাকায় সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। সেখানে কোন ধরনের দূরশিক্ষনের ব্যবস্থা নেই। তাই পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করেন ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে হবে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দেশের কিছু উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়নি বা আক্রান্ত হওয়ার কম। ওটাকে ফলো করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া যেতে পারে।

Related Articles

Back to top button