বেতন মওকুফসহ ৮ দফা দাবি ছাত্র ইউনিয়নের

ঢাকা: করোনা মহামারিতে বেতন ফি মওকুফ, শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলাসহ ৮ দফা দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, ডেমরা থানা সংসদ ও নিউমার্কেট থানা সংসদের পক্ষ থেকে একযোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।এরপর তিনটার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মানবনন্ধন থেকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ অবিলম্বে করোনা মহামারিতে বেতন ফি মওকুফ, শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিন প্রদান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণাসহ ৮ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে ছাত্র ইউনিয়ন।

৮ দফা দাবির মধ্যে অন্যান্য দাবি হচ্ছে- সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ। সকল বিশ্ববিদ্যালয়ে সেশনজট রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ, সকল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান।

Related Articles

Back to top button