বেতন মওকুফসহ ৮ দফা দাবি ছাত্র ইউনিয়নের

ঢাকা: করোনা মহামারিতে বেতন ফি মওকুফ, শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলাসহ ৮ দফা দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, ডেমরা থানা সংসদ ও নিউমার্কেট থানা সংসদের পক্ষ থেকে একযোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।এরপর তিনটার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মানবনন্ধন থেকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ অবিলম্বে করোনা মহামারিতে বেতন ফি মওকুফ, শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিন প্রদান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণাসহ ৮ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে ছাত্র ইউনিয়ন।
৮ দফা দাবির মধ্যে অন্যান্য দাবি হচ্ছে- সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ। সকল বিশ্ববিদ্যালয়ে সেশনজট রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ, সকল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান।