শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি নোটিশ!

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (১১ জানুয়ারি) শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এ নোটিশে ১৬ জানুয়ারির পর ছুটি আর না বাড়ানোর কথা বলা হয়েছে।

ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ নোটিশ পাঠান।নোটিশে বলা হয়, কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এরমধ্যে মোট ১১ বার স্কুল বন্ধের তারিখ বাড়ানো হয়েছে।

সর্বশেষ ২০ ডিসেম্বর সময় বাড়ানো হয়। তখন ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তাই ১৬ জানুয়ারি আর মেয়াদ বৃদ্ধি না করতে নোটিশে অনুরোধ করা হয়েছে। না হলে শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

Related Articles

Back to top button