হঠাৎ কেন গান ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন নোবেল?

এই সময়ের আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। হঠাৎ করেই গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। হ্যাঁ, সোমবার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এমন ঘোষণা দিয়েই বসলেন তিনি!

নিজের ভেরিফায়েড পেজে একশ্রেণীর দর্শকদের ওপর আক্ষেপ থেকে এই ঘোষণা দিয়ে বসেন কলকাতার ‘সা রা গা মা’খ্যাত নোবেল। কিন্তু সকালে সেই পোস্ট তার পেজে আর পাওয়া যায়নি। নোবেলের সেই পোস্টে কি ছিল, যার কারণে মুছে ফেলতে হলো? এমন প্রশ্ন অনেকের মনে জাগতেই পারে!

অবশ্য এর আগে নানা ধরনের পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন সম্ভাবনাময় এ গায়ক। এরপর তার ভক্তরাই সমালোচনা করতে থাকেন। সেই সমালোচনার প্রতিক্রিয়া প্রকাশ করলেন তার পোস্টে।

সেখানে নোবেল লেখেন, ‘দীর্ঘ ১১ মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্ট্যাটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়েই দেবো। ’

Related Articles

Back to top button