শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ১৪ দিনের মধ্যে যে তালিকা দিতে নির্দেশ
মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি দিতে শিক্ষার্থী নির্বাচনের নির্দেশ দেয়া হয়েছে স্কুলগুলোকে। ২০২০ খ্রিষ্টাব্দে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী নির্বাচন করে আগামী ৩১ আগস্টের মধ্যে তালিকা উপজে'লা মাধ্যমিক শিক্ষা কর্মক'র্তার কাছে জমা দিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।
জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠাতে শিক্ষার্থী নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে উপজে'লা মাধ্যমিক শিক্ষা কর্মক'র্তাদের।
জানা গেছে, এসইডিপি প্রকল্পের আওতায় সমন্বিত উপবৃত্তি স্কিমে ২০১৯-২০ অর্থবছর থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে।
তবে, এ স্কিমের অ'পারেশন ম্যানুয়াল উল্লেখিত পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করার সময় সাপেক্ষ। করো'নাভাই'রাস মহামা'রির কথা মা'থায় রেখে চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিশেষ নীতিমালা অনুযায়ী উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে।
বাংলাদেশ জার্নাল