ঢাকায় এসে বাংলায় কথা বললেন সালমান খানের ভাই

বলিউড তারকা সোহেল খান এখন বাংলাদেশে। তার ভাই সালমান খানের ব্যবসা প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ক্লোদিং ব্র্যান্ডের আউটলেটের উদ্বোধন করতে এদেশে এসেছেন তিনি।আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় বনানীতে আওটলেটটি উদ্বোধন করেন তিনি। এসময় সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বাংলায় নিজের অনুভূতি প্রকাশ করেন
এই তারকা।গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর প্রদানের সময় সোহেল স্পষ্ট বাংলায় বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’এর আগে বাংলাদেশের প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের দারুণ একটি প্রতিবেশী দেশ। আমাদের সংস্কৃতি, ফ্যাশন— সবকিছুতেই খুব মিল রয়েছে। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের হাসিমুখ, ভালোবাসা প্রদর্শন দেখে আমি মুগ্ধ।’
বনানীর ১০ এর এ-তে এইচ ব্লকে ১৮ নম্বর বাড়িতে এই শোরুম চালু হয়েছে আজ ১৫ সেপ্টেম্বর থেকে। এটি উদ্বোধন করতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন সোহেল খান। দুপুর ২টার দিকে তিনি বনানীতে আসেন৷সোহেল খান নামতেই শুরু হয়ে যায় হট্টগোল। যা সামাল দিতে হিমশিম খান আয়োজকরা। এসবের মধ্যেই ফিতা কেটে ‘বিং হিউম্যান’ এর শোরুম উদ্বোধন করেন সোহেল খান।
এসময় তিনি গণমাধ্যমে কথাও বলেন। জানান, ”বিং হিউম্যান’ একটি চ্যারিটি প্রতিষ্ঠান। এটি সালমান খান ফাউন্ডেশন থেকে পরিচালিত হয়৷ সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে৷ ঢাকায় এর শোরুম চালু করে আনন্দিত সালমান খান ও পরিবার পরিজনরা। এখানে জনপ্রিয়তা পেলে ফ্র্যাঞ্চাইজিটি আরও কয়েকটি শাখা চালু করবে বাংলাদেশে।’সালমান খানের পক্ষ থেকে এদেশে তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানান সোহেল খান।