বরিশালের বিভিন্ন সড়কে ‘Sorry’ লেখা নিয়ে র'হস্য!
বরিশাল নগরীর বেশ কয়েকটি সড়কে রঙ দিয়ে ইংরেজিতে ‘Sorry’ শব্দ লেখা নিয়ে ইতোমধ্যে র'হস্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা লিখেছে এই শব্দ এ নিয়ে জনমনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেখা যায়, নগরীর কোতোয়ালি মডেল থা'নার সামনের সড়কের দুটি স্থানে ইংরেজিতে ‘Sorry’ শব্দটি লেখা রয়েছে।
এরপর চকবাজারের পুলের ওপর এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন জিয়া সড়কে বেশ কয়েকটি স্থানে একইভাবে সরি শব্দটি লেখা রয়েছে।এমন আরও কয়েকটি স্থানে ‘Sorry’ শব্দ লেখা হয়েছে বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা, কারও অ'ভিমান ভাঙ্গাতে কেউ হয়তো এমনটা করতে পারে।
যুব সমাজের অনেকের মতে, এটি হয়তো কোনো পাগল প্রে'মিকের কাজ। এ লেখার পেছনের কারণ কি? কেন লেখা হয়েছে? তা আইন-শৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখা উচিত বলে মনে করেন শহরের সুশীল সমাজ।